28 AUGUST 2024

BY- Aajtak Bangla

চোখে নেই, তবুও কেন তালের নামে তালকানা? অনেকেই জানেন না

সকলেরই জানা আছে নারকেলের মালায় চোখ থাকে। তবে তালের তো কোনও চোখ নেই।

তবুও কেন তালকানা কথাটির প্রচলন? এর উত্তর জানলে চমকে উঠবেন।

তালের মরসুমে সকলের বাড়ি বাড়িতেই তৈরি হচ্ছে তালের ক্ষীর, তালের বড়া, তালের কেক, তালের মালপোয়া।

বছরে এই একবারই পাওয়া যায় পাকা তাল। তালের সুবাস কার না পছন্দের।

পাকা তালের বড়া এখনও যদি না খেয়ে থাকেন সময় থাকতে খেয়ে নিন। তার আগে জেনে নিন, চোখ না থাকা সত্ত্বেও তালকানা কেন, কাদের বলা হয়।

তালের পুরোটাই কালো চামড়া, আচাড় মারলেই তাল ভেঙে যায়। নারকেলের আবার মালায় অনেক সময় গর্ত দেখা যায়, যাকে অনেকেই নারকেলের চোখ বলে।

তালের চোখ না থাকা সত্ত্বেও তালকানা কথাটির প্রচলন বহুদিনের।

আসলে তাল ফলের সঙ্গে এর কোনও সম্পর্ক নেই। তালকানা বাগধারাটির অর্থ বা মানে হল বেতাল হওয়া। তার কোনও তালজ্ঞান নেই বা কান্ডজ্ঞানহীন।

তাই তালকানা শব্দ শুনে তালের কথা ভাববেন না। এই তাল, সেই তাল নয়।