18 JANUARY 2025

BY- Aajtak Bangla

মাধ্যমিক কথার সঠিক অর্থ কী? ৯৯% ছাত্রছাত্রীরই জানা নেই

আগামী মাস থেকেই শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। 

এমন অনেকে আছেন যারা মাধ্যমিক পরীক্ষা দিয়ে বেরিয়ে নিজ নিজ পেশায় প্রতিষ্ঠিত।

প্রতি বছর লক্ষ লক্ষ ছেলেমেয়েরা মাধ্যমিক পরীক্ষা দেয়। কিন্তু অনেকেই জানে না, এর অর্থ কী।

এখনও যদি কোনও মাধ্যমিক পরীক্ষার্থীকে প্রশ্ন করেন মাধ্যমির পরীক্ষার অর্থ কী তাহলে আকাশ থেকে পড়বেন। যাঁরা জানেন না তাঁরা অবশ্যই জেনে রাখুন।

মাধ্যমিক পরীক্ষাকে ইংরেজিতে সেকেন্ডারি বলা হয় আর উচ্চ মাধ্যমিককে হাইয়ার সেকেন্ডারি।

ক্লাস টেনের পরীক্ষা বা দশম শ্রেণির বোর্ড পরীক্ষা হল মাধ্যমিক।

মাধ্যমিক পরীক্ষার অর্থ হল দুই শ্রেণীর মধ্যবর্তী। 

কারণ, মাধ্যমিককে ইংরেজিতে বলা হয় ইন্টারমিডিয়েট এক্সাম। তাই এর বাংলা তর্জমা মাধ্যমিক।