9 JAN, 2025

BY- Aajtak Bangla

টোটো চালিয়ে মাসে কত টাকা আয় হয়? জানলে চমকে উঠবেন

এক জায়গা থেকে অন্য জায়গায় স্বল্প দূরত্বে যেতে এই টোটো এখনকার দিনে খুবই প্রয়োজনীয় যানবাহন বলা চলে। আজকাল বহু মানুষ টোটো চালিয়ে সংসার চালান।

বহু লোকই জানতে চান টোটো চালিয়ে মাসে কত টাকা আয় করেন টোটো চালকরা।

একটা নতুন টোটে ৯০ হাজার থেকে দেড় লক্ষ টাকা দাম পড়ে। মডেল ও ব্যাটারির ওপরে এই দাম নির্ভর করে।

২০ থেকে ৩০ হাজার টাকা দিয়েও টোটো কিনতে পারেন। বাকি টাকা লোনে পেয়ে যাবেন। 

মাসে মাসে অল্প অল্প করে সেই লোন শোধ করার ব্যবস্থাও রয়েছে।

বছরে একবার বা দুইবার বা ২ বছরে একবার ব্যাটারি বদলাতে হয়।

সারাদিনে একবার এই টোটো চার্জ দিতে খরচ পড়ে  ৫০ টাকা থেকে ১৫০ টাকা। আর একবার চার্জে কমবেশি ৭০ কিমি পর্যন্ত যাওয়া যায়।

তাহলে দিনে ১৫০ টাকা চার্জিং কস্ট অর্থাৎ মাসে মোট ৪৫০০ টাকা চার্জিং কস্ট লাগে।

শহরে সারদিন টোটো চালিয়ে প্রতিদিন ১০০০ টাকা আয় করতে পারবেন।

আর গ্রামে সেটা দাঁড়াবে ৫০০ থেকে ৭০০ টাকা। রিজার্ভ করলে আয়ের পরিমাণ বেশি হবে। 

মোট কথা মাসে আপনি ২০ হাজার থেকে ৩০ হাজার টাকা আয় করতে পারবেন। লোনের কিস্তি দিয়ে আপনি মাসে ভালই উপার্জন করতে পারবেন।