1st November, 2024

BY- Aajtak Bangla

টিপ পরেন দুই ভুরুর মাঝে, জানেন সেই অংশকে কী বলে? শিক্ষিতরা মাথা চুলকাবেন

মানুষের শরীর বড়ই অদ্ভুত। এর সঙ্গে সম্পর্কিত অনেক বিষয় রয়েছে যা আকর্ষণীয় তথ্যের চেয়েকম নয়।

মানুষের মুখের মধ্যেই কতগুলো অংশ রয়েছে, যার নাম আমরা অনেকেই জানি না।

আর সেগুলোর নাম কী তা জানার কৌতুহল আমাদের মধ্যে সব সময়ই থাকে।

সবসময় মেয়েরা টিপ পরেন কপালে দুই ভুরুর মাঝখানে। অথচ এই অংশের নাম কিন্তু অনেকেই জানেন না।

মেয়েরা ভারতীয় পোশাকের সঙ্গে অনেক সময়ই টিপ পরে থাকেন।

তাহলে শিখে নিন ছাতুর সরবত কীভাবে বানাবেন সেই বিশেষ মশলাটি দিয়ে।

রোজই দুই ভুরুর মাঝেই টিপ পরেন অথচ জানেন না এই অংশকে আসলে কী বলা হয়।

উপকরণ গুঁড়ো দুধ, বেকিং সোডা, চিনি, এলাচ, ঘি।

অনেকে বলেন কপালে টিপ পরছি কিন্তু আসলে তা মোটেও নয়।

দুই ভুরুর মাঝের অংশকে গ্ল্যাবেলা বলে। ল্যাটিন শব্দ গ্ল্যাবার থেকে এই শব্দটি এসেছে। গ্ল্যাবারের অর্থ হল মসৃণ এবং চুলবিহীন।