BY- Aajtak Bangla

মুরগিকে সংস্কৃতে কী বলে? উচ্চারণ করতে ভিমড়ি খাবেন

1 SEP, 2024

আমরা আমাদের সুবিধা অনুযায়ী পশু, পাখির নাম ঠিক করে নিয়েছি।

প্রতিটি আলাদা আলাদা ভাষাতে এই নাম পরিবর্তিত হয়।

সেই ভাষাতে সেই নামের আলাদা তাৎপর্য রয়েছে। 

ঠিক তেমনি প্রতিটি ভাষাতে মুরগির নামও পরিবর্তিত হয়।

বলতে পারবেন মুরগিকে সংস্কৃত ও উর্দুতে কী বলে?

মোরগ শব্দটি ফার্সি শব্দ থেকে এসেছে।

মুরগিকে সংস্কৃতে কুক্কুট ( (স্ত্রীলিঙ্গ-কুক্কুটি), তাম্রচূড় ও চরণযুধ বলা হয়।

এবার জানা যা মুরগিকে উর্দুতে কী বলে?

মুরগিকে উর্দুতে মুর্গ বলা হয়।

এই জাতের মুরগি ৫ মাস পর থেকে ডিম দেওয়া শুরু করে। এদের ডিম প্রোটিন, ভিটামিন এবং খনিজ সমৃদ্ধ।