27 OCtober, 2024
BY- Aajtak Bangla
ভারতের জাতীয় পশু, পাখি, ফল এবং ফুল রয়েছে। প্রতিটি রাজ্যেরও আলাদা করে জাতীয় প্রতীক থাকে।
চাকরি পরীক্ষায় বা স্কুলের সাধারণ প্রশ্নোত্তরে এই ধরনের প্রশ্ন আসে। এমন একটি প্রশ্ন বাংলার জাতীয় ফুল কী?
ভারতের ফুল পদ্ম। সাদা শাপলা বাংলাদেশের জাতীয় ফুল। পশ্চিমবঙ্গের রাজ্য ফুল কী?
পশ্চিমবঙ্গের রাজ্য ফুল ফোটে এই শরতেই। সুগন্ধ ছড়ায় চারপাশে।
পশ্চিমবঙ্গের রাজ্য ফুলকে ইংরেজিতে বলে নাইট ব্লুমিং জ্যাসমিন (Night Blooming Jasmine)। বাংলায় কী? তেল, হলুদ ও কালোজিরে।
পশ্চিমবঙ্গের রাজ্য ফুল হল শিউলি।
ম্যালেরিয়া, ঠান্ডা লাগা, কাশি, হাল্কা জ্বর, আর্থারাইটিস, কৃমির সমস্যায় শিউলি পাতার রস দারুণ উপকারী।
এছাড়া শিউলি ফুলের বীজ মাথার খুশকি নিরাময় করে।
রাতে শিউলি ফুল ফোটার কারণে এর রং সাদা হয়। সকালে ফুল ঝরে যায়।
শরতে সবথেকে বেশি শিউলি ফুল ফোটে।