10 APRIL 2025

BY- Aajtak Bangla

নাক ও ঠোঁটের ওপরের এই অংশের কী নাম? জানলে আপনি জিনিয়াস

শরীরের অধিকাংশ অংশের নাম অনেকেরই অজানা।

তবে এগুলি জেনে রাখা জরুরি। নিজের কাজে দেবে তো অবশ্যই সরকারি বা বেসরকারি চাকরি পরীক্ষার জন্যও কাজে লাগবে।

শরীরের তেমনই একটি  অংশ হল নাক ও ঠোঁট অথবা নাক ও মুখের মাঝের ফাঁকা অংশকে কী বলা হয়। এই প্রশ্নের উত্তর অনেকেই জানেন না।

মুখমণ্ডলীর এই অংশের গঠন সুন্দর হলে দেখতে আকর্ষণীয় হয়। এই অংশটি ঠোঁটের জন্য খুব গুরুত্বপূর্ণ।

এটি উপরের ঠোঁটকে সঠিক জায়গায় রাখতে সাহায্য করে।

বয়সের সঙ্গে সঙ্গে শরীরের অন্যান্য অংশগুলি আলগা হতে শুরু করে, তখন এটি ঠোঁট এবং নাকের মধ্যে একটি সঠিক গ্যাপ তৈরি করে।

বিজ্ঞানের ভাষায় ঠোঁটের ওপরের ও নাকের নীচের এই অংশকে ফিলট্রাম বলা হয়।

ছেলেদের এই অংশে গোঁফ থাকলে দ্রষ্টব্য হয় না। মেয়েদের এই অংশে লোম থাকে।

সাধারণত সকলে এই অংশকে ঠোঁচের ওপর বলেন, সঠিকটা জানেন না বলে। এখন জেনে গেলেন। এবার থেকে এই শব্দটি ব্যবহার করুন।