04 APRIL 2025
BY- Aajtak Bangla
দেহের এমন কিছু অংশ আছে যে জায়গাগুলির নাম অনেকেরই অজানা।
এমনকি কিছু অংশের কোনও নাম থাকতেও পারে তাও অজানা।
দেহের এমনই একটি অংশ হল ভুরুর মাঝের অংশ। দৈনন্দিন জীবনে এই অংশের নাম ব্যবহার হয় না বলে অনেকেরই অজানা।
তবে জেনে রাখলে, বলতে পারলে আপনি হয়ে উঠবেন জিনিয়াস।
দুটো ভুরুর মাঝের অংশকে কী বলে জানা না থাকলে জেনে নিন।
দুই ভুরুর মাঝের অংশকে গ্ল্যাবেলা বলা হয়। ল্যাটিন শব্দ গ্ল্যাবার থেকে শব্দটির উৎপত্তি।
দুই ভুরুর মাঝের অংশকে গ্ল্যাবেলা বলা হয়। ল্যাটিন শব্দ গ্ল্যাবার থেকে শব্দটির উৎপত্তি।
গ্ল্যাবারের অর্থ হল মসৃণ এবং চুলবিহীন। অনেকের আবার এই অংশে জোড়া ভুরু থাকুক।
নতুন এই শব্দ শিখে মনে রেখে প্রয়োগ করুন। নিজেকে সবার থেকে আলাদা মনে হবে।