BY- Aajtak Bangla

বাংলাদেশের জাতীয় পশু কী বলুন তো? অনেকেই জানেন না

30 December, 2024

বাংলাদেশের জাতীয় পশু কী বলুন তো? সঠিক উত্তর অনেকেই জানেন না।

বাংলাদেশের জাতীয় পশু হল বাঘ। রয়েল বেঙ্গল টাইগার।

এই বাঘের বাসস্থান প্রধানত সুন্দরবন, যা বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন। বাংলাদেশে সুন্দরবনের একটি বড় অংশ রয়েছে। 

রয়েল বেঙ্গল টাইগার পৃথিবীর অন্যতম বৃহৎ এবং শক্তিশালী বাঘের প্রজাতি।

এই বাঘ ভালো সাঁতার জানে এবং কুমির ধরতেও দক্ষ।

রয়েল বেঙ্গল টাইগার বাংলাদেশের জাতীয় গর্ব ও সাহসিকতার প্রতীক।

বাংলাদেশে বাঘের সংখ্যা কমে যাওয়ায় এখন সংরক্ষণের উদ্যোগ নেওয়া হচ্ছে।

বাঘ  সংরক্ষণে মানুষের সচেতনতা ও ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আপনি কি জানেন? বাঘের বৈজ্ঞানিক নাম  'Panthera tigris'।

রয়েল বেঙ্গল টাইগার আমাদের গর্ব। আসুন, আমরা সবাই মিলে তাদের রক্ষা করি। সমস্ত চোরাশিকার-প্রাপ্ত জিনিস, যেমন চামড়া, দাঁত ইত্যাদির বিরুদ্ধে প্রতিবাদ করি।