BY- Aajtak Bangla

ভারতের জাতীয় খাবার কী? অনেক শিক্ষিত লোকও জানেন না

19 MARCH, 2025

আমরা যখন পড়াশোনার কথা বলি, তখন সাধারণ জ্ঞানের কথা বলি না। আজ আমরা আপনাকে এমন কিছু সাধারণ জ্ঞান প্রশ্ন সম্পর্কে বলতে যাচ্ছি যা আপনার জন্য খুবই কার্যকর কিন্তু সহজও বটে।

প্রশ্ন ১ - কোন দেশের মানুষ বরফের ঘরে বাস করে? উত্তর ১ - উত্তর মেরু অঞ্চলের মানুষ বরফের ঘরে বাস করে।

প্রশ্ন ২ - ভারতে কোন ফলটি সবচেয়ে বেশি খাওয়া হয়? উত্তর ২ - ভারতে সবচেয়ে বেশি খাওয়া ফল হল কলা।

প্রশ্ন ৩ - বিশ্বের প্রথম মোবাইল ফোন কোন কোম্পানি তৈরি করেছিল? উত্তর ৩ - বিশ্বের প্রথম মোবাইলটি তৈরি করেছিল মটোরোলা কোম্পানি।

প্রশ্ন ৪ - কোন প্রাণীর চোখ তার মস্তিষ্কের চেয়ে বড়? উত্তর ৪ – উটপাখির চোখ তার মস্তিষ্কের চেয়ে বড়।

প্রশ্ন ৫ – খিচুড়ি কোন দেশের জাতীয় খাবার? উত্তর ৫ –যদিও ভারতে সরকারি কোনও জাতীয় খাবার নেই। তবে খিচুড়িকে জনপ্রিয়তার কারণে জাতীয় খাবার হিসাবে বিবেচিত করা হয়।

প্রশ্ন ৬ – কোন ফুল ১২ বছরে একবার ফোটে? উত্তর ৬ - নীলকুরিঞ্জি ফুল ১২ বছরে একবার ফোটে।

প্রশ্ন ৭ – কোন পাখি কখনও বাসা বানায় না? উত্তর ৭ - কোকিলই একমাত্র পাখি যে কখনও বাসা বানায় না।

প্রশ্ন ৮ - গাছে সবচেয়ে বড় ফল কোনটি? উত্তর ৮ - গাছে জন্মানো সবচেয়ে বড় ফল হল কাঁঠাল।