BY- Aajtak Bangla
16th November, 2024
হুইস্কি তো বটেই অ্যালকোহল-যুক্ত যে কোনও পানীয়ই শরীরের জন্য খারাপ।
কিন্ত এই জাতীয় পানীয় জীবনযাত্রার অঙ্গও বটে।
সারা পৃথিবী জুড়েই এই জাতীয় পানীয়ের বাজার রয়েছে।
পানীয় বাজারে হুইস্কির চাহিদা সবচেয়ে বেশি। সমীক্ষা বলছে, পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি হুইস্কি বিক্রি হয় ভারতেই।
তারপরে রয়েছে আমেরিকা, ফ্রান্স, জাপান এবং ইংল্যান্ড।
আর পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি বিক্রি হয় কোন কোম্পানির হুইস্কি? সেটিও ভারতেরই।
এই হুইস্কি খেতে অনেকেই পছন্দ করেন। এর স্বাদ নাকি একেবারে অন্যরকমের।
কিন্তু এই হুইস্কি কথাটির অর্থ জানেন আপনারা?
'হুইস্কি' শব্দটি মূলত গ্যালিক 'uisge beatha' বা 'usquebaugh' থেকে এসেছে, যার অর্থ 'জীবনের জল'।
ভারতে হুইস্কি প্রেমীর সংখ্যা প্রচুর। বর্তমানে দেশের বাজারে হুইস্কি, বিয়ার, ভদকা সহ বিভিন্ন ধরণের মদের ব্যাপক চাহিদা রয়েছে।