31 July, 2024
BY- Aajtak Bangla
অলিম্পিকে প্রথম স্থানাধিকারী পান সোনার পদক। অনেকেরই প্রশ্ন, এই মেডেলে কতখানি সোনা থাকে?
১৯১২ সালে স্টকহোম গেমসের আগে পর্যন্ত স্বর্ণপদকের পুরোটাই সোনা থাকত।
কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের পর ১৯২০ সাল থেকে অলিম্পিকে স্বর্ণপদকে সোনার পরিমাণ কমানো হয়।
সিলভার মেডেলে পুরোটাই থাকে রুপো।
তামা, টিন এবং জিঙ্ক মিশিয়ে তৈরি হয় ব্রোঞ্জ পদক।
অলিম্পিকে সোনার পদকের ওজন ৫২৯ গ্রাম। এতে পুরোটাই সোনা থাকে না।
৫২৯ গ্রাম গ্রাম স্বর্ণ পদকে থাকে প্রায় ১.৩ শতাংশ বা ৬ গ্রাম সোনা। বাকি কী থাকে?
৬ গ্রাম সোনা বাদে বাকিটা পুরো রুপো। রুপোর উপর সোনার প্রলেপ দেওয়া হয় পদকে।
অক্সফোর্ট ইকোনমিকের মতে, গোল্ড মেডেলের দাম ৯৫০ ডলার বা ৮০ হাজার টাকা।
তবে প্যারিসে অলিম্পিকের মেডেলের দাম ভবিষ্যতে কোটি টাকা হবে! কারণ আইফেল টাওয়ারের একাংশ রয়েছে পদকের লোগোয়।