11 NOVEMBER, 2024

BY- Aajtak Bangla

সন্তান হবে স্মার্ট-সাহসী, এই বয়স থেকে আলাদা শোওয়ান

একটি নির্দিষ্ট বয়সের পর শিশুকে একা ঘুমোতে পাঠানো উচিত মা-বাবার।

এতে শিশু ধীরে ধীরে স্বাবলম্বী ও সাহসী হয়ে ওঠে। এটা মা- বাবারও কর্তব্য।

ভারতে শিশুকে কাছছাড়া করতে চান না মা-বাবা। তবে এটা করা দরকার। কোন বয়সের পর শিশুকে আলাদা রাখবেন?

বিশেষজ্ঞরা বলছেন, ৬ বছর বয়সের পর থেকে শিশুকে আলাদা ঘর দিন।

শিশুকে ৬ বছর বয়স থেকে মাঝে মধ্যে আলাদা শুতে দিন মাঝে মাঝে। ৯ বছর হলে নিয়মিত আলাদা ঘরে শুতে দিন।

অনেক শিশুই চায় না মা- বাবাকে ছেড়ে থাকতে। কীভাবে তাকে আলাদা করবেন। জানুন সেই টিপস

হঠাৎ একা ঘুমাতে বাধ্য করবেন না। সপ্তাহে এক বা দুই দিন ঠিক করুন কখন একা ঘুমোবে।

কেমন প্রতিক্রিয়া হচ্ছে এটা দেখে ধীরে ধীরে দিনের সংখ্যা বাড়ান। শীঘ্রই সে একা ঘুমোতে পছন্দ করবে।

শিশু আপনাকে তার রুমে ডাকতে পারে। প্রয়োজনে তার রুমের দরজার কাছে কয়েক মিনিট দাঁড়ান যতক্ষণ না সে ঘুমিয়ে পড়ে।