BY- Aajtak Bangla
19 February, 2024
মেয়েরা ১৮ বছর পার হওয়ার পর থেকেই মা-বাবাদের তাঁদের বিয়ে নিয়ে চিন্তা শুরু হয়ে যায়।
যদিও বর্তমানে মেয়েরা নিজেদের কেরিয়ার নিয়ে এতটাই ব্যস্ত যে বিয়ে করার মতো চিন্তা তাঁদের মাথায় সহজে আসে না।
তবে সমাজের মুখে সারাক্ষণই মেয়েদের তাঁদের বিয়ে নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়।
যদিও বিয়েটা নিজের সিদ্ধান্তের ওপর বিবেচনা করেই করা উচিত। তাড়াহুড়ো করে বিয়ে না করাই ভাল।
আপনি যখন নিজে মনে করবেন তখনই বিয়ে করাটা উচিত।
কারণ বিয়ে সারাজীবনের এক বিষয়। যেখানে একটি মেয়ে তাঁর সর্বস্ব ছেড়ে অজানা জায়গায় যায়।
পিরিয়ড শুরুর পর থেকেই মেয়েদের বিয়ে করা চলে। তবে আইনের দৃষ্টিতে ১৮ বছরের পর বিয়ে দেওয়া উচিত আর শেষ বয়স হলো ৫০ বছর।
যদিও মেয়েদের ক্ষেত্রে তাঁরা যখন মানসিকভাবে প্রস্তুত থাকবেন তখনই বিয়ে করা উচিত।
তবে বিশেষজ্ঞদের মতে, মেয়েদের ২৮ থেকে ৩৫ বছরের মধ্যে বিয়ে করা উচিত।
যদিও তারপরও বিয়ে করলে কোনও ক্ষতি নেই। তবে এই বয়সের মধ্যে বিয়ে করলে মেয়েদের মা হওয়ার ক্ষেত্রেও সুবিধা পাওয়া যায়।