30 JANUARY, 2025
BY- Aajtak Bangla
BY- Aajtak Bangla
বাড়ির মেয়ে ১৮ পেরনোর আগেই মা-বাবাদের তাঁদের বিয়ে নিয়ে চিন্তা শুরু করে দেন।
এখন মেয়েরা নিজেদের কেরিয়ার নিয়ে এতটাই ব্যস্ত যে বিয়ে করার চিন্তা তাঁদের মাথায় সহজে আসেই না।
যে কোনও সমাজেই মেয়েদের প্রশ্নের মুখে পড়তে হয়। সারাক্ষণই মেয়েদের তাঁদের বিয়ে নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়।
যদিও বিয়েটা নিজের চিন্তা ভাবনা উপর বিবেচনা করেই করা উচিত। তাড়াহুড়ো করে বিয়ের সিদ্ধান্ত না নেওয়াই ভাল।
আপনি যখন নিজে মনে করবেন তখনই বিয়ে নিয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত।
কারণ বিয়ে সারাজীবনের একটা বড় সিদ্ধান্ত। যেখানে একটি মেয়ে তাঁর সর্বস্ব ছেড়ে অজানা বাড়িতে যায়।
পিরিয়ড শুরুর পরই মেয়েরা বিয়ে করতে পারে। তবে আইনের দৃষ্টিতে ১৮ বছরের পর বিয়ে দেওয়া উচিত আর শেষ বয়স হলো ৫০ বছর।
যদিও মেয়েদের ক্ষেত্রে তাঁরা যখন মানসিকভাবে প্রস্তুত থাকবেন তখনই বিয়ে করা উচিত।
তবে বিশেষজ্ঞদের মতে, মেয়েদের ২৮ থেকে ৩৫ বছরের মধ্যে বিয়ে করা উচিত।
তারপরও বিয়ে করলে কোনও ক্ষতি হয় না। তবে এই বয়সের মধ্যে বিয়ে করলে মেয়েদের মা হওয়ার ক্ষেত্রেও সুবিধা পাওয়া যায়।