7th July, 2024
BY- Aajtak Bangla
বর্ষাকাল মানেই বাড়িতে সাপ-খোপের উপদ্রব বেড়ে যাওয়া।
আর এই সময় বাড়িতে সাপ ঢোকা কোনও নতুন বিষয় নয়। চোখে পড়ে গেলে তো ভাল কিন্তু যদি অজান্তেই সাপ ঢুকে পড়ে তাহলে তা বুঝবেন কীভাবে।
প্রথমেই জেনে রাখুন সাপেদের মলের সঙ্গে মিল রয়েছে পাখিদের। শুধু দেখতে হবে তাতে ছোট চুল বা হাড়ের টুকরো রয়েছে কিনা।
সাপের গায়ের গন্ধ তাদের প্রজাতির ওপর নির্ভর করে। আপনি সাপ দেখতে না পারলেও সাপ আপনাকে দেখতে পায়। তবে কপারহেডস ও র্যাটলস্নেকের গায়ে শসার মতো গন্ধ পাওয়া যায়।
সাপের প্রস্রাবের গন্ধের সঙ্গে তার মলের গন্ধের মিল থাকে। তবে সাপের গায়ে কস্তুরীর মতো গন্ধ পাওয়া যায়, বিশেষ করে সাপ যখন ঘুমোয়।
তাহলে শিখে নিন ছাতুর সরবত কীভাবে বানাবেন সেই বিশেষ মশলাটি দিয়ে।
সাপ খোলস ছাড়ে, তাই বাড়িতে যদি সেটা দেখতে পান, তাহলে অবশ্যই আপনার বাড়িতে সাপ রয়েছে।
উপকরণ গুঁড়ো দুধ, বেকিং সোডা, চিনি, এলাচ, ঘি।
বাড়িতে সাপ থাকলে আপনি অদ্ভুত হিস হিস শব্দ শুনতে পারবেন দেওয়াল, ছাদ অথবা বাড়ির কোনও ফাঁকা কোন থেকে।
সাপেরা কখনও কখনও হাঁটতে হাঁটতে মেঝে বা কার্পেটে নিজের চিহ্ন ছেড়ে যান।
মাটি বা মেঝে থেকে সাপের ফেরোমনের (স্ত্রী সাপেরা মিলনের সময় এটা নিঃসৃত করে) কটু গন্ধ যদি পান তাহলে বুঝবেন সাপ আপনার ঘরেতেই।