16 FEBRUARY 2025
BY- Aajtak Bangla
আজকাল কুইজের প্রশ্নগুলি ইন্টারনেটে বেশ ভাইরাল হয়ে উঠছে। মানুষ তাদের সাধারণ জ্ঞান বাড়াতে মজাদার কুইজের উত্তর দিচ্ছে। এতে অনেক অজানা প্রশ্নের উত্তর সামনে চলে আসছে যা আমরা ভেবেও দেখি না।
এমনই কিছু মজাদার প্রশ্নের উত্তর জেনে নিন।
লোকসভার প্রথম মহিলা স্পিকার কে ছিলেন? লোকসভার প্রথম মহিলা স্পিকার ছিলেন মীরা কুমারী।
পৃথিবীর দীর্ঘতম নদীর নাম কী? পৃথিবীর দীর্ঘতম নদী হল নীল নদ।
ভারতের বৃহত্তম রাজ্য কোনটি? ভারতের বৃহত্তম রাজ্য রাজস্থান।
হানিমুন শব্দের অর্থ কী? হানি শব্দের অর্থ মধু অর্থাৎ সুখ এবং চন্দ্র শব্দের অর্থ সময়। হানিমুনের অর্থ সুখের সময়।
ভারতের বৃহত্তম শহর কোনটি? ভারতের বৃহত্তম শহর মুম্বই।
ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন? ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী ছিলেন সুচেতো কৃপালানি।
ভারতের সবচেয়ে উঁচু মিনার কোনটি? কুতুব মিনার ভারতের সবচেয়ে উঁচু।