11 FEB, 2025

BY- Aajtak Bangla

গোপাল ভাঁড়ের আসল নাম কী? বেশিরভাগ লোকই জানেন না

গোপাল ভাঁড় মানেই আমাদের কাছে একজন মোটাসোটা মজার মানুষ। যিনি আমাদের কাছে হাসির রাজা। 

গোপাল ভাঁড় ছিলেন নদিয়ার কৃষ্ণনগর অঞ্চলের একজন প্রখ্যাত রম্য গল্পকার, ভাঁড় ও মনোরঞ্জনকারী।

তিনি রাজা কৃষ্ণচন্দ্রের রাজসভায় নিযুক্ত ছিলেন। গোপাল ভাঁড় ছিলেন সৎ ও বুদ্ধিমান।

বুদ্ধি ও সৎ সাহস থাকার কারণে রাজা কৃষ্ণচন্দ্র তাঁকে সভাসদদের মধ্যকার নবরত্নদের একজন হিসাবে অন্তর্ভুক্ত করেছিলেন।

তাঁর জীবনের গল্পগুলো বাংলা ভাষাভাষী মানুষের মাঝে এখনও স্বমহিমায় টিকে আছে। বাচ্চা থেকে বুড়ো, সবার প্রিয় গোপাল ভাঁড়।

গোপাল ভাঁড় বাঙালি রসিক ও লৌকিক সংস্কৃতিতে অমলিন হয়ে আছেন। তবে, আপনারা কি জানেন যে গোপাল ভাঁড়ের আসন নাম কী?

গোপাল ভাঁড় চরিত্রটি ঐতিহাসিক, গবেষক ও ভাষাবিদদের কাছে বিতর্কের বিষয় বহুকাল থেকে। গোপাল ভাঁড় বাস্তবে ছিলেন কি না সে নিয়ে মতভেদ আছে।

অনেকে দাবি করেন তার আসল নাম গোপাল চন্দ্র প্রামাণিক। তবে, এনিয়ে বিতর্ক আছেই।

আবার অনেকের দাবি, গোপালের পদবী ছিল 'নাই'। মহারাজ কৃষ্ণচন্দ্র তাঁকে হাস্যার্ণব উপাধী দান করেন।