13 February, 2025

BY- Aajtak Bangla

কামের দেবী কে? বড় বড় পণ্ডিতরাও জানেন না

 অতিসম্প্রতি এক অভিনেতার কামের দেবী নিয়ে মন্তব্যে নেট মাধ্যমে শুরু হয়েছিল বিতর্ক। কামের দেবী ঠিক কে? পুরাণের তথ্য জেনে নিন। 

অনেকেই জানেন না, বসন্ত পঞ্চমীতেই পূজিত হন কামদেব ও কামদেবী।

কামদেবের কথা সকলেই জানেন। এই কামদেবই শিব রোষে  ভস্মীভূত হন। 

কামদেব হলেন প্রেম ও কামের দেবতা। তাঁর স্ত্রী হলেন কামদেবী। কী নাম তাঁর?

কামদেবের স্ত্রীর নাম রতি। রতির সঙ্গে মিলে শিবের ধ্যানভঙ্গ করতে গিয়ে ভস্মীভূত হন তিনি।

সতীর বিরহে ধ্যানমগ্ন শিবকে জাগাতে গিয়েছিলেন কামদেব ও রতি।

ঠিক তখনই কামদেবের আচরণে রুষ্ট হন শিব। তাঁকে ভস্মীভূত করে দেন।

স্বামীর জীবন চেয়ে রতির আবেদনে শিব জানান, শরীর নষ্ট হয়েছে। তিনি জন্ম নেবেন।

 কামদেব দ্বাপরযুগে কৃষ্ণের পুত্র প্রদ্যুম্ন রূপে শরীর লাভ করবেন বলে জানান মহাদেব। 

বসন্তের মানেই তো নানা রং। তাই বসন্তের সূচনা হয় নারী-পুরুষের ভালোবাসার দেবদেবীর পুজোর মাধ্যমে।