18 DECEMBER 2024

BY- Aajtak Bangla

বিয়ের জল গায়ে পড়লেই হড় হড়িয়ে মোটা হন মেয়েরা, কারণটা কী?

অনেক বিবাহিত নারী-পুরুষেরাই বিয়ের পরে মোটা হয়ে যান। এ এক অদ্ভূত জিনিস।

অনেকে দাবি করেন, যৌন মিলনের ফলে মহিলাদের ওজন বৃদ্ধি পায়। তবে সত্যটা কী জেনে নিন।

সত্যিটা কী? কোনও বৈজ্ঞানিক তথ্য বা গবেষণা নেই যা দাবি করে যে যৌন মিলন করলে নারী বা পুরুষের ওজন বাড়ে। তার মানে এটা পরিষ্কার যে সেক্স করলে ওজন বাড়ে না।

বিয়ের পর ওজন বাড়ে কেন? বিশেষজ্ঞদের মতে, বিয়ের পর মানুষের (নারী ও পুরুষ) অনেক হরমোনের পরিবর্তন ঘটে যার কারণে ওজন বাড়তে থাকে।

সন্তান থাকাটাও একটা ফ্যাক্টর একটি গবেষণায় দেখা গেছে, সন্তানের জন্মের পর বাবা যখন প্রথমবার তার কণ্ঠস্বর শোনেন, তখন তার শরীরে একটি বিশেষ হরমোন নিঃসৃত হয়, যার কারণে ওজন বেড়ে যায়। ওজন বৃদ্ধির দ্বিতীয় প্রধান কারণ

হরমোনের গোলযোগের কারণে প্রায়ই ওজন বেড়ে যায়। মানসিক চাপ, দুশ্চিন্তা এবং অন্যান্য অনেক কারণে সৃষ্ট হরমোনের পরিবর্তন নারী ও পুরুষের ওজন বৃদ্ধির কারণ হয়ে দাঁড়ায়।

বিশেষজ্ঞদের মতে, বিয়ের পর মানুষের জীবনযাত্রা প্রায়ই বেশ আরামদায়ক হয়ে যায়। যে কারণে ওজনও বাড়তে থাকে।

এছাড়াও, ডোপামিন ও হ্যাপি হরমোন ক্ষরণ হয়, এটিও ওজন বাড়ার আরেকটি কারণ।