01 Feb, 2025

BY- Aajtak Bangla

বাঙালি কনের শাড়ি লাল হয় কেন? জেনে রাখুন

দক্ষিণ এশিয়ার সংস্কৃতিতে লাল রঙ শক্তি, উর্বরতা ও শুভ সূচনার প্রতীক। বিয়েতে লাল শাড়ি পরার প্রচলন এই সাংস্কৃতিক মূল্যবোধ থেকে উদ্ভূত।

বর্তমানে কনেরা লাল ছাড়াও সাদা, সবুজ, বেগুনি, গোলাপি, নীল ইত্যাদি রঙের শাড়ি পরছেন। এতে বিয়ের পোশাকে এসেছে নতুনত্ব ও বৈচিত্র্য।

বেনারসি বা জর্জেটের পাশাপাশি এখন জামদানি, মসলিন, অর্গানজা, তসর, জরি ও কোটা শাড়িও কনের পোশাক হিসেবে জনপ্রিয়।

দীর্ঘ সময় শাড়ি পরে থাকতে হয় বলে কনেরা এখন আরামকে গুরুত্ব দিচ্ছেন। হালকা ও আরামদায়ক ফেব্রিকের শাড়ি বেছে নিচ্ছেন তারা।

শাড়ির সঙ্গে মানানসই বৈচিত্র্যপূর্ণ ব্লাউজের ব্যবহার কনের পোশাকে নতুন মাত্রা যোগ করেছে।

ঐতিহ্যবাহী জামদানি শাড়ি কনের পোশাকে নতুন করে জায়গা করে নিচ্ছে। লাল জামদানি শাড়ি কনেদের মধ্যে বিশেষ জনপ্রিয়।

মসলিন শাড়ি কনের পোশাকে নতুন সংযোজন। হ্যান্ড এমব্রয়ডারি, হ্যান্ড পেইন্ট, অ্যাপ্লিক ইত্যাদি মাধ্যমে মসলিন শাড়িতে আনা হচ্ছে বৈচিত্র্য।

কনেরা এখন তাদের ব্যক্তিগত পছন্দ ও স্টাইল অনুযায়ী শাড়ি বেছে নিচ্ছেন, যা তাদের ব্যক্তিত্বের প্রতিফলন ঘটাচ্ছে।