BY- Aajtak Bangla
9th September, 2024
হিন্দু মতে, জন্ম, মৃত্যু ও বিবাহ পূর্বনির্ধারিত। তাই বিয়ে জীবনের একটি অতি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত।
সঠিক জীবনসঙ্গী খুঁজতে গিয়ে অনেকেরই বিয়ের বয়স পেরিয়ে যায়।
আবার অনেকে তাড়াহুড়োয় ভুল জীবনসঙ্গী পান। যার নির্যাস, বিবাহিত জীবন বিষাক্ত হয়ে ওঠে।
বিয়ের সঙ্গে আবার আয়ুর একটি যোগ রয়েছে। কীরকম?
হার্ভার্ড বিশ্ববিদ্যালয় ১,২৭,৫৪৫ জন মার্কিন প্রাপ্তবয়স্ক পুরুষের উপর চালিয়েছিল সমীক্ষা।
বিয়ে করলে ছেলেদের মানসিক শান্তি নষ্ট হয়, এমনটা কিন্তু উঠে আসেনি সমীক্ষায়।
সুখী বিবাহিত পুরুষের আয়ু যথেষ্ট বেশি, এমনই দাবী করছে এই সমীক্ষা।
সমীক্ষায় দেখা গিয়েছে, সুখী বিবাহিত পুরুষরা এই ডিভোর্সি ও সিঙ্গল পুরুষদের থেকে অনেক বেশি সুস্থ।
এমনকী যাঁদের স্ত্রী নেই, তাঁদের থেকেও বেশি বছর বাঁচেন বিবাহিত পুরুষরা।
মানে বিয়ে করলেই বেশিদিন বাঁচবেন আপনি।