26 SEP, 2024

BY- Aajtak Bangla

কোন বয়সে সন্তানের হাতে স্মার্টফোন দেবেন? অনেক মা-বাবা জানেন না

বর্তমানে শিশুরা অল্প বয়সেই মোবাইল ফোনের প্রতি আসক্ত হয়ে পড়ছে। এর কারণ মা-বাবার আদর-স্নেহ।

কোন বয়স থেকে সন্তানকে ফোন দেবেন, তা নিয়ে অনেক বাবা-মা চিন্তায় থাকেন।

কারণ স্মার্টফোনের যেমন সুবিধা রয়েছে, তেমনি রয়েছে কিছু অসুবিধাও।

আজকাল ১০ বছর বয়সি ৪২ শতাংশ শিশুর কাছে স্মার্টফোন রয়েছে। ১২ বছর বয়সিদের ক্ষেত্রে এটি ৭১ শতাংশ এবং ১৪ বছর বয়সি ৯১ শতাংশ শিশুর হাতে মোবাইল ফোন থাকে।

আপনি যদি আপনার সন্তানের প্রতি অনেক বেশি যত্নবান হন, তাহলে আপনার জানা উচিত সন্তানকে স্মার্টফোন দেওয়ার সঠিক বয়স কত।

১১ বছর বয়সের আগে শিশুদের স্মার্টফোন না দেওয়ার জন্য অভিভাবকদের পরামর্শ দিয়েছে ব্রিটেনের প্রধান মোবাইল ফোন অপারেটর।

১১ বছরের কম বয়সি শিশুকে স্মার্টফোনের বদলে ফিচার ফোন অর্থাৎ শুধু কল করা বা মেসেজ করা যায় এমন ফোন দেওয়া যেতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।

১১ থেকে ১৩ বছর বয়সি শিশুদের স্মার্টফোন ব্যবহারের সময় পেরেন্টাল লক বা অভিভাবকের নিয়ন্ত্রণ থাকতে হবে।

গুগল ফ্যামিলি লিংক বা অ্যাপল ফ্যামিলি শেয়ারিংয়ের মতো অ্যাপের মাধ্যমে শিশুর মোবাইল ফোন ব্যবহার নিয়ন্ত্রণ করা যায়।