10 MARCH 2025

BY- Aajtak Bangla

AC-তে ১, ১.৫, ২ টন, এই 'টন' অর্থ কী? জেনে ফেলুন

চলতি সপ্তাহেই চড়বে পারদ। দোকানে দোকানে পড়বে এসি কেনার ধুম। 

তবে এসি কেনার আগে কিছু তথ্য জেনে নেওয়া জরুরি। এসিতে দেখবেন ১ টন, ১.৫ টন ও ২ টন। 

অনেকেরই অজানা এসি-তে টন শব্দের মানে কী?

জেনে রাখুন, এসি ঠান্ডার ক্ষমতা পরিমাপ করতে ব্যবহৃত হয়। এই টন নির্ণয় করে শীততাপনিয়ন্ত্রিত যন্ত্রটির শীতল করার ক্ষমতা গণনা করা হয়। এর পিছনে রয়েছে অঙ্ক।

প্রতি ঘণ্টায় ব্রিটিশ থার্মাল ইউনিটের মাধ্যমে গণনা করা হয়, যা সাধারণত BTU/hr হিসাবে প্রকাশ করা হয়। 

এয়ার কন্ডিশনারগুলির জন্য BTU পরিসীমা ৫, ০০০ থেকে ২৪, ০০০ BTU এবং ১২০০০ BTU ১ টন-এর সমান হয়।

এই BTU হল মান পরিমাপের একক এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত পরিমাপ অনুযায়ী ঘরের প্রতি বর্গফুটের জন্য ২০ BTU/ঘণ্টা প্রয়োজন।

তাই BTU/ঘণ্টার মান যত বেশি হবে, এসিতে ঘর তাড়াতাড়ি ঠান্ডা হবে। তাই বলে এই নয়, যত বেশি টন এসি তত ভালে।

ঘরের পরিমাপ বিবেচনা করে তারপরই এসি কিনতে হবে। সেই মতো কত টন এসি লাগবে তা বোঝা যাবে। এসি কেনার জন্য ঘরের সঠিক আয়তন জানাটা জরুরি। নাহলে ভুল এসি কিনে বাড়ি ফিরতে হবে।