BY- Aajtak Bangla
06 March, 2025
মহিলারা তাদের চেয়ে বয়সে অন্তত এক থেকে ১০ বছরের বড় পুরুষকে বিয়ে করতে চান।
স্ত্রীর চেয়ে স্বামীর বয়স এক বছর হলেও বেশি হওয়া উচিত, তাহলে তাদের বোঝাপোড়া ভালো হয়, এমনই ধারণা অনেকের।
তবে বিশেষজ্ঞদের মতে, যে নারীরা তাদের থেকে উল্লেখযোগ্যভাবে কমবয়সী পুরুষদের সঙ্গে সম্পর্কে জড়ান তারাই নাকি বেশি সুখী ও সন্তুষ্ট হন।
এ বিষয়ে ইন্ডিয়ানা বিশ্ববিদ্যালয়ের কিনসে ইনস্টিটিউটের গবেষকরা ২০০ জন নারীর উপর এক সমীক্ষা করা হয়
সমীক্ষায় অংশ নেওয়া নারীদের মধ্যে কেউ কেউ বয়সে ছোট, সমবয়সী কিংবা বয়স্ক পুরুষের সঙ্গে সম্পর্কে জড়িত ছিলেন।
সমীক্ষা শেষে দেখা যায়, যে নারীরা তাদের থেকে প্রায় ১০ বছরের ছোট পুরুষের সঙ্গে সম্পর্কে ছিলেন তারাই ব্যক্তিগত জীবন সবচেয়ে সুখী ছিলেন।
এমন সম্পর্কের ক্ষেত্রে নারীরা বেশ মনোযোগী থাকে। তারা পুরুষ সঙ্গীকে সম্পর্কের টানাপোড়েন, চড়াই-উতরাই সম্পর্কে আগে থেকে পরামর্শ দেন।
এমন নারীদের কথায় বাধ্য হন স্বামীরা। নারীর সঙ্গে বিতর্কে যান না কম বয়সের পুরুষরা। শারীরিকভাবেও বেশি সুখী হন।
ফলে বলা হচ্ছে ৪০ এর মহিলারা ৩০-এর কোটায় থাকা ছেলেদের বেশি পছন্দ করেন।