31 May,, 2024

BY- Aajtak Bangla

১০টা বর্ষা কাটবে একটা ছাতাতেই, রইল কেনার টিপস

বর্ষা ঢুকে পড়েছে পশ্চিমবঙ্গে। আর বর্ষার সময় ছাতা লাগবেই।

তবে ছাতা কেনার সময় কিছু বিষয় মাথায় রাখতে পারলে তা টেকসই হয়।

রবিবারের মধ্যেই উত্তরবঙ্গে পুরোদমে বর্ষা ঢুকে যাবে। আর দক্ষিণবঙ্গেও বাড়বে বৃষ্টি। সুতরাং, সঙ্গে ছাতা না নিয়ে রাস্তায় বেরোনোর কোনও প্রশ্নই ওঠে না।

ভারী বৃষ্টি, দমকা ঝোড়ো হাওয়ায় ছাতাও উল্টে যায়। ছাতা পুরনো হলে এই মরশুমে সেটা কাজ দেবে কি না, সন্দেহ রয়েছে।

ভারী বৃষ্টিতে কোন ছাতা সবচেয়ে বেশি কাজ দেবে, জেনে নিন।

লম্বা, কাঠের হাতল দেওয়া, পুরনো দিনের মতো দেখতে ছাতাগুলোই ভারী বৃষ্টিতে সবচেয়ে বেশি কার্যকর। টেকসইও হয় এই ধরনের ছাতা।

দেখতে হবে ছাতা যেন কোনওভাবেই দমকা বা ঝোড়ো হাওয়াতেও উল্টে না যায়। বৃষ্টির ছাঁটও আটকায়। 

আজকাল সবচেয়ে বেশি ব্যবহার করা হয় থ্রি-ফোল্ড ছাতা। ব্যাগে নিতে সুবিধা হওয়ায় এই ছাতা নেন অনেকে। তবে এগুলো টেকসই হয় না।

ভারী বৃষ্টিতে কার্যকরও নয় খুব একটা। হালকা বৃষ্টিতে থ্রি-ফোল্ড ছাতা ব্যবহার করতে পারেন। এগুলো মূলত রোদ আটকানোর ছাতা।

ট্যান্সপারেন্ট ছাতার চাহিদা আজকাল বেশি। কিন্তু এই ধরনের ছাতার কাপড় খুব একটা ভাল মানের হয় না। যে কোনও সময় ফেঁসে যেতে পারে।

ফ্যামিলি ছাতা কিনুন। এগুলো মূলত রামধনু রঙের হয়। আর বড় সাইজেরও হয়। দু'জন মানুষ একসঙ্গে এই ছাতার তলায় চলতে পারে।