17 September, 2024
BY- Aajtak Bangla
v
অনেক পুরুষই গরমকালে জাঙিয়া বা আন্ডারওয়্যার পরেন না।
অনেক ছেলে আবার টাইট জাঙিয়া বা অন্তর্বাস পরেন।
ছেলেদের কীরকম অন্তর্বাস পরতে হয়? জাঙিয়া পরার কী উপকার?
ছেলেদের অন্তর্বাস বা জাঙ্গিয়া হতে হবে পরিস্কার, সুতি এবং ঢিলা ঢালা।
হাল্কা রঙের অন্তর্বাস ব্যবহার করা ভালো যাতে করে ময়লা হলে সহজেই বোঝা যায়।
টাইট জাঙিয়া ব্যবহার করা উচিত নয়। টাইট অন্তর্বাসে পুরুষত্বের বিকাশ ঘটাতে ব্যাঘাত ঘটায়।
সিনথেটিক কোনও আন্ডারওয়্যার পরেন, তাহলে আপনার পুরুত্বহীনতা ঘটতে পারে।
সুতি ও পলেস্টারের মিশ্রণের আন্ডারওয়্যারও কিছুটা পুরুত্বহীনতা ঘটায়।
আন্ডারওয়্যার অবশ্যই প্রতিদিন পরিবর্তন করে পরা দরকার।