BY- Aajtak Bangla
18 August 2024
আচার্য চাণক্যর মতে, কিছু মানুষ আছে যারা অনেক চেষ্টা করেও টাকা জমাতে পারে না। কারণ তাদের বদ অভ্যাস। এর ফল ভোগ করতে হয় তাদের পরিবারের সদস্যদের। বিশেষ করে স্ত্রী-প্রেমিকাকে।
চাণক্য নীতি অনুসারে, যাদের খুব খারাপ অভ্যাস আছে তাদের ভবিষ্যতে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। এছাড়া এ ধরনের লোকদের হাতে মোটেও টাকা থাকে না। তাদের জীবনে সব সময় কষ্ট থাকে।
চাণক্যের মতে, যারা দেরি করে ঘুমান তাদের হাতে টাকা একেবারেই থাকে না। কারণ তারা বেশিরভাগ সময়ই ঘুমিয়ে কাটায়। ফলে ভবিষ্যতেও অনেক সমস্যায় পড়ে। মা লক্ষ্মীও এই ধরনের পুরুষদের পছন্দ করেন না।
চাণক্যর মতে, কিছু মানুষ খুব অলস হয়। এতে তাদের জীবনও প্রভাবিত হয়। অলস ব্যক্তিরা কখনই সম্পদ বা টাকা জমা করতে পারে না।
এই ধরনের লোকেরা অলসতার কারণে আর্থিক লাভের অনেক সুযোগও হারায়। যার কারণে ভবিষ্যতে তাদের সমস্যায় পড়তে হয়।
চাণক্যের মতে, যারা মেয়েদের অপমান করে তাদের অর্থ থাকে না। কারণ মেয়েদের অপমান করলে দেবী লক্ষ্মী ক্রুদ্ধ হন। সেই ব্যক্তিরা দরিদ্র হয়।
একজন ব্যক্তির সঙ্গ তার জীবনকে প্রভাবিত করে। খারাপ লোকের সঙ্গে থাকলে ভুল পথে পরিচালিত হওয়ার সম্ভাবনা বেশি। চাণক্যের মতে, যাদের ভুল সঙ্গ আছে তারা জীবনে ভুল জায়গায় আটকে যায়। ।
ভুল সঙ্গ থাকলে ভুল জায়গায় অর্থ ব্যবহার করে এই ধরনের লোক। তাই এই ধরনের লোকদের কাছে টাকা কখনই থাকে না। তারা পরিবারের সদস্যদের প্রতিও কোনও সময় ভালো ব্যবহার করে না।