17th December, 2024
BY- Aajtak Bangla
গোটা দুনিয়ার খোঁজ খবর পাওয়া যায় Google-এ। যে কোনও অজানা প্রশ্নের উত্তর জানে Google।
কিন্তু জানেন কী বিবাহিত মহিলারা গুগলে কী সার্চ করেন? বেশ কিছু গবেষণায় দেখা গিয়েছে, বিবাহিত নারীরা গুগলে যা সার্চ করেন তা ভয়ানক।
আসলে বিয়ে নিয়ে মহিলাদের আনন্দ-ভয় সবকিছু মিশ্রিত অনুভূতি থাকে। আর তাই বিয়ের পর এই জিনিসগুলি সার্চ করে থাকেন।
প্রথমত, স্ত্রীরা তাঁদের স্বামীদের মন জয় করার চেষ্টা করেন। কীভাবে আরও সুন্দর দেখানো যায়, পোশাক থেকে শুরু করে রূপচর্চার অলিগলি গুগলে সার্চ দেন সবচেয়ে বেশি।
সাধারণত শ্বশুরবাড়ি যাওয়ার পর স্বামী ও তাঁর পরিবারের সদস্যরাও থাকেন সঙ্গে। তাঁদেরও মন জয় করার উপায় খোঁজেন বিবাহিত নারী। ।
রকমারি স্বাদের খাবারের রেসিপিও সার্চ দেন বিবাহিত নারীরা।
স্বামীর মন জয় থেকে শুরু করে ত্বকের যত্ন সবকিছুই সার্চ করেন বিবাহিত নারীরা।
আর সার্চ দেন উপহারের অপশন জানতে। স্বামীর জন্মদিন, প্রেমদিবস বা বিবাহবার্ষিকী এলে বিবাহিত নারীরা কী উপহার দেওয়া যায় সেই ধারণা পেতেও গুগল সার্চ দেন।