2 December , 2024
BY- Aajtak Bangla
জন্মহার নিয়ন্ত্রণ নিয়ে দেশজুড়ে শুরু হয়েছে বিতর্ক। তা নিয়ন্ত্রণে বড় ভূমিকা কন্ডোমের। কত ভারতীয় কন্ডোম ব্যবহার করেন?
জাতীয় স্বাস্থ্য সমীক্ষা বলছে, ৯৪.৪% ভারতীয় পুরুষেরই না-পসন্দ কন্ডোম।
তাঁরা কন্ডোম সম্পর্কে জানেন না, এমনটা নয়। ৯৭.৯% কন্ডোমের গুরুত্ব বোঝেন। ৯৪% কন্ডোমের ব্যবহার জানেন।
বিভিন্ন ফ্লেভারের কন্ডোম এলেও ব্যবহারে অনীহা ভারতীয় পুরুষদের। ভারতে ৯৫% বিবাহিতই কন্ডোম ব্যবহার করেন না।
কোন কোন রাজ্য পিছিয়ে? অন্ধ্রপ্রদেশে মাত্র ০.২% পুরুষ কন্ডোম ব্যবহার করেন।
এর পরে আছে তেলেঙ্গানা ০.৫%, তামিলনাড়ু ০.৮%, পুডুচেরি ০.৮% এবং বিহার ১%।
কোন কোন রাজ্য এগিয়ে? কেন্দ্রশাসিত অঞ্চল চণ্ডীগড়ে ২৭.৯% পুরুষ কন্ডোম ব্যবহার করেন।
দিল্লি ১৯%, পঞ্জাব ১৮.৯%, উত্তরাখণ্ড ১৬.১% এবং হিমাচলপ্রদেশ ১২.৭%।
রাষ্ট্রসঙ্ঘের ২০১৫-র রিপোর্ট বলছে, পাকিস্তানে ৯.৯%, মলদ্বীপে ১১.৭%, শ্রীলঙ্কায় ৬.১% ও চিনে ৮.৩% পুরুষ কন্ডোম ব্যবহার করেন।
শুধু জনসংখ্যা নিয়ন্ত্রণই নয়। বিভিন্ন রোগ এবং এইডস থেকে বাঁচায় কন্ডোম।