BY- Aajtak Bangla

মায়ের কোন কোন গুণ ছেলেদের মধ্যে থাকে?

15  July 2025 

মা ও বাবার গুণ সব ছেলে বা মেয়ের মধ্যে কমবেশি থাকে। তবে লোকমুখে শোনা যায় ছেলেরা নাকি বাবার থেকে মায়ের দ্বারা বেশি প্রভাবিত হয়।

মায়ের প্রভাব 

একজন মা বাবার থেকে অনেক বেশি অনুভূতিশীল ও আবেগপ্রবণ হয়ে থাকেন সন্তানের প্রতি।

মায়েরা অনুভূতিপ্রবণ 

মায়েরা যেহেতু বেশি সহানুভূতিশীল হন তাই ছেলেরাও সেই শিক্ষা পায়।

সহানুভূতিশীলতা 

ছেলেদের তুলনায় মেয়েদের অনেক বেশি ধৈর্য থাকে। সেই ধৈর্যের শিক্ষাও সন্তান পেয়ে থাকে মায়ের কাছ থেকে। 

ধৈর্য 

বাড়ির যে কোনও সমস্যার সমাধান নিমেষে করে থাকেন মায়েরা। তারা অনেক বেশি দায়িত্ববান হন। ছেলেরাও সেই গুণ পেয়ে থাকে। 

মুশকিল আসান 

মমতা বা স্নেহে মায়ের বিকল্প নেই। সেই স্নেহ সন্তানদের আত্নবিশ্বাসী করে তোলে।

মমতা 

পরিবারের সবার সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেন মায়েরা। সন্তানরাও তাতে প্রভাবিত হয়। 

সংযোগ 

মায়ের কাছ থেকে ছেলেরা আত্মনিয়ন্ত্রণ ও মানসিক দৃঢ়তা অর্জন করে।

আত্মনিয়ন্ত্রণ

তবে শুধু ছেলেরা নয়। মেয়েরাও মায়ের দ্বারা প্রভাবিত হয়ে থাকে। অনেক গুণ তারা পায়।   

মেয়েরাও প্রভাবিত