9 November, 2023
BY- Aajtak Bangla
প্রেমে বয়স বলে কিছু নেই! যে কোনও বয়লে মনের মানুষের সঙ্গে বাঁধা যায় গাঁটছাড়া। কত বয়স থাকলে সম্পর্ক বেশিদিন টেকে?
বিয়ে বা প্রেমের ক্ষেত্রে বয়স একটা 'ফ্যাক্টর'। প্রেম বা বিয়ে টেকাতে আদর্শ বয়স কত?
বিভিন্ন বয়সের নারী-পুরুষকে নিয়ে একটি গবেষণা করা হয়েছে। সেই গবেষণায় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য।
বয়সের ফারাক ৫ থেকে ৭- বয়সের ফারাক ৫ থেকে ৭ বছর হলে ১৮% ক্ষেত্রে বিচ্ছেদ হতে পারে।
বয়সের ফারাক ১০ বছর- ১০ বছর বয়সের ফারাক থাকলে সম্পর্ক ভাঙার সম্ভাবনা ৩৯%। মতের অমিল বেশি হয়।
২০ বছরের ফারাক-বয়সের ফারাক ২০ হলে বিচ্ছেদের সম্ভাবনা ৯৫%।
আদর্শ বয়সের ফারাক- আদর্শ বয়সের ফারাক হাওয়া উচিত ১ থেকে ৩ বছর। সম্পর্ক বেশিদিন টেকে।
১ থেকে ৩ বছরের ফারাক হলে বিচ্ছেদের সম্ভাবনা থাকে মাত্র ৩%।
সম্পর্ক স্থায়ী হওয়ার সম্ভাবনা বেশি থাকে সমবয়সীদের প্রেমেই।
গবেষণা বলছে,সন্তানের সঙ্গেও যোগ রয়েছে সম্পর্কের। বিয়ের আগে সন্তান এলে সম্পর্ক বেশি টেকসই হয়।