15 NOVEMBER 2025

BY- Aajtak Bangla

চার্জারের এই ভুলে ফাটতে পারে ফোন, খুব সাবধান!

অনেকে চার্জার নিয়ে এই ভুলটি করে। তারপরই ফেটে যায় ফোন বা চার্জার। জেনে রাখুন ফোন চার্জে দিয়ে কী করবেন না।

ব্যাঙ্কিং, কেনাকাটা থেকে, বন্ধুদের সঙ্গে চ্যাট, কাজ আজকাল ফোন ব্যবহার করে সব হয়।

এতে সবচেয়ে বড় সমস্যা ফোনের ব্যাটারির। যত বেশি ফোন ব্যবহার করবেন, তত বেশি চার্জিং লাগবে।

অনেক সময় দীর্ঘক্ষণের জন্য বাইরে থাকলে ফোনের চার্জ শেষ হলে অন্যের চার্জার দিয়ে চার্জ দেন অনেকে। কিংবা নিজের চার্জার হাতের কাছে না পেলে যে কোনও চার্জার গুজে দেন। এটা কি ঠিক?

প্রতিটি ফোনের চার্জার আলাদা। যদি অন্য ফোনের চার্জার ফোনে প্লাগ করেন তবে এটি আপনার ব্যাটারির ক্ষতি করতে পারে। 

কারণ ব্যাটারি সেই চার্জারটিকে সাপোর্ট নাও করতে পারে। এতে ব্যাটারির উপাদানগুলি নষ্ট হয়ে সঠিকভাবে চার্জ হবে না।

অন্য কারও চার্জার ব্যবহার করলে ব্যাটারি নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। যদি ১০ ওয়াটের চার্জার সাপোর্ট করে আর এর চেয়ে বেশি ওয়াটের চার্জার দিয়ে চার্জ করেন, তাহলে বিস্ফোরণ হতে পারে। 

অন্য চার্জার ব্যবহার করলে ধীরে ধীরে ব্যাটারির আয়ু কমে যায়। ফলে ফোন খারাপ হওয়ার সম্ভাবনা থাকে।

কম টাকার নামে সস্তা চার্জার কিনবেন না কারণ এতে ব্যাটারির ক্ষতি হতে পারে, তখন ফোনের পিছনে অনেক খরচ করতে হবে।