19 June, 2024
BY- Aajtak Bangla
v
সাপের কামড়ে মৃত্যু আকছার হয় বাংলায়। মূলত ৪ ধরনের বিষধর সাপ রয়েছে।
কেউটে, গোখরো, চন্দ্রবোড়া ও কালাচ সাপ মেলে বাংলায়। প্রথম দুই ফণাযুক্ত।
সাপে কামড়ালেই কী করবেন? কীভাবে মৃত্যু এড়াবেন? রইল তার টোটকা।
বাংলায় ১২৫ সাপের মধ্যে ৪ ধরনের সাপই বিষযুক্ত। বাকিরা কামড়ালে শরীরে বিষ প্রবেশ করে না। সেগুলি ড্রাই বাইট।
তাই সাপে কামড়ালেই অযথা আতঙ্কিত হবেন না। ড্রাই বাইটে রোগীর কোনও ক্ষতি হয় না।
সাপ দেখে চিকিৎসা হয় না। তাই সাপ ধরে চিকিৎসাকেন্দ্রে নিয়ে যাওয়ার চেষ্টায় সময় নষ্ট করবেন না।
ভয় না পেয়ে দ্রুত চিকিৎসাকেন্দ্রে যান। একমাত্র ওষুধ পলিভ্যালেন্ট অ্যান্টিভেনাম।
দৌড়ঝাঁপ করলে দ্রুত বিষয় ছড়িয়ে পড়ে। এক জায়গায় বসান রোগীকে। দ্রুত হাসপাতালে নিয়ে যান।
বাঁধন দিয়ে বিষ আটকানো যায় না। কষে বাঁধন দিলে হাত-পা পচে যেতে পারে। তাই বাঁধন দেবেন না।
কেটে-চিরে বিষ বের করার ধারনাও ভুল। এতে কোনও লাভ হয় না।