19 JULY, 2024
BY- Aajtak Bangla
বর্ষাকালে সাপের উপদ্রব বেড়ে যায়। সারা ভারতে বহু মানুষকে সাপে কামড়ায় এই সময়। বর্ষায় সকাল ও সন্ধ্যায় সাপে কামড়ানোর ঘটনা বেশি ঘটে।
প্রতি বছর ভারতে বহু মানুষের মৃত্যু হয় সাপের কামড়ে। তবে, সাপ নিয়ে আমাদের অসচেতনতাও দায়ী এর জন্য।
বিভিন্ন জায়গায় সাপের কামড়ের পর সঠিক চিকিৎসা না করে ওঝার কাছে নিয়ে যাওয়ার ফলেও বহু প্রাণহানি হয়।
আমাদের মধ্যে অনেকেই জানি না সাপে কামড়ানোর পর ঠিক কী কী করতে হবে। একটু ভুল পদক্ষেপের কারণে সাপে কামড়ানো রোগীর মৃত্যু হতে পারে।
চলুন জেনে নিই সাপে কামড়ালে কী কী করা উচিত আর কী কী করা উচিত নয়।
সাপের কামড়ে স্বাস্থ্যের অবনতি হওয়ার জন্য অপেক্ষা করবেন না। রোগীকে জরুরি চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান। না হলে বিষক্রিয়া সারা শরীরে ছড়িয়ে পড়তে পারে। মৃত্যু পর্যন্ত হতে পারে।
কোনওভাবেই ঝাড়ফুঁক বা ওঝার কাছে নিয়ে যাওয়া সঠিক নয়।
যেখানে সাপে কামড়েছে সেই স্থান নড়াচড়া করবেন না।
রক্তপাত হলে রক্ত প্রবাহিত হতে দিন। রক্তপাত বন্ধ করতে বেটাডাইন ব্যবহার করা যেতে পারে।
সাপে কামড়ালে একেবারেই প্যানিক করা উচিত নয়। রোগীকে যতটা সম্ভব শান্ত রাখার চেষ্টা করুন।
একটি আলগা এবং পরিষ্কার ব্যান্ডেজ দিয়ে ক্ষতটি ঢেকে দিন।
আক্রান্ত ব্যক্তির বেল্ট, গয়না, ঘড়ি, আংটি প্রভৃতি সঙ্গে সঙ্গে খুলে দেওয়া প্রয়োজন।