সাপে কামড়ালে প্রথমেই কী করবেন? জানা দরকার

18 MARCH 2025

BY- Aajtak Bangla

সাপের কামড়ে মৃত্যুর ঘটনা আমাদের দেশে খুবই সাধারণ।

সাপের কামড়

সাধারণত একটি বিষাক্ত সাপের কামড়ে দুটি ছোট ছোট চিহ্ন তৈরি হয়। যদি অনেকগুলি ছোট চিহ্ন থাকে তবে বুঝতে হবে এটি বিষাক্ত সাপের কামড় নয়।

সাপের কামড়ের লক্ষণ

৪টি সাপ খুবই বিষাক্ত। সেগুলি হল কোবরা, স্কেলড ভাইপার, রাসেল ভাইপার, সাধারণ ক্রেইট।

কোন কোন সাপ বিষাক্ত

আক্রান্ত ব্যক্তিকে বারবার আশ্বস্ত করতে হবে ও সাহস দিতে হবে। সাপে কামড়ানো ব্যক্তি আতঙ্কগ্রস্ত হলে সমস্যা।

সাপে কামড়ালে কী করণীয়

আক্রান্ত অঙ্গ অবশ্যই স্থির রাখতে হবে এবং বেশি নড়াচড়া যেন না করা হয় সেদিকে খেয়াল রাখতে হবে।

নড়াচড়া নয়

আক্রান্ত অঙ্গ ব্যান্ডেজের সাহায্যে একটু চাপ দিয়ে প্যাঁচাতে হবে।

হালকা করে ব্যান্ডেজ

ঘড়ি বা অলঙ্কার বা তাবিজ, তাগা ইত্যাদি পড়ে থাকলে খুলে ফেলুন।

ঘড়ি বা গয়না খুলে নিন

যত দ্রুত সম্ভব আক্রান্ত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যেতে হবে।

হাসপাতালে নিয়ে যাওয়া