BY- Aajtak Bangla
1 January 2025
রাস্তায় বেরিয়ে অনেকেই বিপাকে পড়েন কুকুরের জ্বালায়। অনেক সময়ই কুকুর কামড়ায়।
কুকুরের কামড়কে অনেকে প্রথমে গুরুত্ব দেন না। তবে এটা বিপজ্জনক হতে পারে।
কুকুরের কামড়ে জলাতঙ্ক রোগ হতে পারে। তাই কুকুর কামড়ালে গুরুত্ব দেওয়া উচিত।
রাস্তায় কুকুর কামড়ালে প্রথমে কী করবেন... ।
প্রথমেই যে জায়গায় কুকুর কামড়েছে, সেটি পরিষ্কার করুন। জীবাণুমুক্ত জল দিয়ে ধুয়ে ফেলুন। . .
ক্ষতস্থানে অ্যান্টিসেপটিক লাগান। . .
ক্ষতস্থান থেকে অতিরিক্ত রক্ত বেরোলে হাল্কা চাপ দিয়ে রক্ত বন্ধ করুন। তবে পুরোপুরি বন্ধ করার চেষ্টা করবেন না। কারণ রক্তের মাধ্যমে ভাইরাস বেরিয়ে যেতে পারে।
দ্রুত চিকিৎসকের কাছে যান। প্রয়োজনীয় চিকিৎসা করান।