BY- Aajtak Bangla

মশা কামড়ালে সঙ্গে সঙ্গে যা করবেন, সংক্রমণ এড়াতে মাথায় রাখুন

18 FEB 2025

 শীত শেষে গরম পড়তেই মশার উপদ্রব বাড়ছে। ঘরে মশার আনাগোনা শুরু হয়েছে।

 মশা কামড়ালে বিপজ্জনক হতে পারে। নানা রোগ বাসা বাঁধতে পারে।

মশা কামড়ালে প্রথমেই এই চিকিৎসা করলে আর সংক্রমণ ছড়াবে না।

মশা কামড়ালে প্রথমেই জায়গাটি সাবান দিয়ে ভাল করে পরিষ্কার করে নিতে হবে।

কামড়ের জায়গায় বেকিং সোডা ও জলের মিশ্রণ লাগান।  . .

কামড়ের জায়গায় লাগাতে পারেন ক্যালামাইন লোশন। . .

মশা কামড়ানোর জায়গায় আইসপ্যাক লাগান। 

মধু ও অ্যালোভেরা মিশিয়ে মশা কামড়ানোর জায়গায় লাগাতে পারেন।