23 September, 2023
BY- Aajtak Bangla
কুকুরে কামড়ালে কখন জলাতঙ্ক রোগ হয় ও সেই রোগের লক্ষণ কী কী হতে পারে, জেনে নিন বিশেষজ্ঞের মত।
যে জায়গায় কুকুর কামড়ায় সেখানে প্রথমেই ভালো করে ব্যান্ডেজ দিয়ে জড়িয়ে রাখতে হবে এবং তৎক্ষণাৎ স্থানীয় ডাক্তারকে দেখাতে হবে।
জলাতঙ্ক রোগ থেকে বাঁচতে কুকুরে যে জায়গায় কামড়ায় সেখানে ১৫ মিনিট ধরে পরিস্কার করে জল দিয়ে ধুয়ে ব্যান্ডেজ লাগাতে হবে।
এই সময় বাড়ির কোনওরকম টোটকা প্রয়োগ করা উচিত না।
আপনার বাড়ির পোশা কুকুর যদি ভ্যাক্সিনেটেড হয়, তাহলে বিপদ সামান্য কম হতে পারে।
কুকুর আঁচরে দিলেও তৎক্ষণাৎ ডাক্তারের কাছে গিয়ে ইন্জেকশন নেওয়া উচিত।
কুকুর কামড়াবার ২৪ ঘণ্টার মধ্যে ইন্জেকশন নেওয়া উচিত, সাধারণত ৫ বার ইঞ্জেকশান নেওয়া দরকার।
প্রথম ডোজ নেওয়ার তৃতীয় দিনের মাথায় দ্বিতীয় ডোজ নিতে হয়, এর পরের ডোজ ৭ দিনের মাথায়, ১৪ দিনের মাথায়। শেষ ডোজ নিতে হয় ২৮ দিনের দিনের মাথায়।
জলাতঙ্কে আক্রান্ত ব্যাক্তিদের পেশীতে ব্যাথা, জ্বর, মাথা ব্যাথা, মানসিক ভারসাম্যহীনতার মতো বিভিন্ন ধরণের লক্ষণ দেখা যায়।