10 August, 2024
BY- Aajtak Bangla
বর্ষায় বাড়ির ফ্যানের গতি আরও কমে যায়। ভ্যাপসা গরম লাগে।
বাতাসে আর্দ্রতা থাকে। আর ফ্যাশনের গতি কম থাকলে ঘাম শুকোয় না।
এই ৩টি ট্রিকসেই বাড়ির ফ্যানের গতি বাড়ান।
সাধারণত গরমে ফ্যানের গতি খুবই ধীর হয়ে যায়। কারণ, কম ভোল্টেজ। আর একটি কারণও আছে।
গরমে বিদ্যুৎ খরচ বেড়ে যাওয়ায় ভোল্টেজ কমে। সেই সঙ্গে কমে ফ্যানের গতিও।
ভোল্টেজ ঠিক থাকার পরেও ফ্যান ধীরে চললে কীভাবে গতি বাড়াবেন, সেটা জেনে নিন।
ফ্যান খুব ধীরে চললে কনডেন্সার বদলে নিন। বাড়ির মেইন সুইচটি বন্ধে করে কনডেন্সারটি বদলে ফেলুন। আগের চেয়ে গতি বাড়বে।
ফ্যানের ওপর ধুলো জমে থাকলে গতি কমে। তাই কাপড়় দিয়ে ধুলোবালি সাফ করুন।
মেইন সুইচ বন্ধ করে ভেজা কাপড় দিয়ে ফ্যানটিকে ভালো করে পরিষ্কার করে নিন।
ভোল্টেজ ওঠানামা করলে স্টেবিলাইজার কিনুন। ফ্যানের গতি স্বাভাবিক থাকে।