08 MARCH, 2025

BY- Aajtak Bangla

সিলিং ফ্যানের গতি বাড়বে হু হু করে, গরম পড়ার আগেই করুন এই কাজ

অনেক সময়ই বাড়ির ফ্যানের গতি কমে যায়। গরম আসছে তাই তার আগেই জেনে নিন কীভাবে বারাবেন ফ্যানের স্পিড।

গরমে আর্দ্রতা অনেকটাই বেড়ে যায়। ফলে এর মধ্যে ফ্যান আসতে চললে ভ্যাপসা গরম আরও বাড়ে। ঘামও শুকাতে চায় না।

তবে এই ৩টি ট্রিকস জানলেই বাড়বে বাড়ির ফ্যানের গতি।

সাধারণত গরমে ফ্যানের গতি খুবই ধীর হয়ে যায়। কারণ, কম ভোল্টেজ। আর একটি কারণও আছে।

গরমে বিদ্যুৎ খরচ বেড়ে যাওয়ায় ভোল্টেজ কমে। সেই সঙ্গে কমে ফ্যানের গতিও।

ভোল্টেজ ঠিক থাকার পরেও ফ্যান ধীরে চললে কীভাবে গতি বাড়াবেন, সেটা জেনে নিন।

ফ্যান খুব ধীরে চললে কনডেন্সার বদলে নিন। বাড়ির মেইন সুইচটি বন্ধে করে কনডেন্সারটি বদলে ফেলুন। আগের চেয়ে গতি বাড়বে।

ফ্যানের ওপর ধুলো জমে থাকলে গতি কমে। তাই  কাপড়় দিয়ে ধুলোবালি সাফ করুন।

মেইন সুইচ বন্ধ করে ভেজা কাপড় দিয়ে ফ্যানটিকে ভালো করে পরিষ্কার করে নিন।

ভোল্টেজ ওঠানামা করলে স্টেবিলাইজার কিনুন। ফ্যানের গতি স্বাভাবিক থাকে।