BY- Aajtak Bangla
18 SEPTEMBER, 2024
ঘুমানোর সময় বা অসাবধানবশত অনেক সময় কানের ভেতর পোকা ঢুকে যায়। যা, খুবই বিপজ্জনক।
কানের মধ্যে পোকা ঢুকলে, বিষয়টা হালকাভাবে নেবেন না একদমই। দ্রুত বের করার ব্যবস্থা নিতে হবে।
এরকম পরিস্থিতিতে তৎক্ষণাৎ কী করবেন? রইল কিছু টিপস...
মশা-মাছি, তেলাপোকা, পিঁপড়ে বা অন্য কোনও পোকা ঢুকলে কানের ছিদ্রের সামনে উজ্জ্বল আলোর টর্চলাইট ধরুন।
এতে জীবন্ত পোকামাকড় আলোর প্রতি সংবেদনশীল হওয়ায় বের হয়ে আসতে পারে।
এতে কাজ না হলে, অলিভ ওয়েল বা নারিকেল তেলের কয়েক ফোঁটা ধীরে ধীরে কানের মধ্যে দিতে পারেন।
পোকামাকড় কান থেকে বের করতে বেশি খোঁচাখুঁচি করতে যাবেন না। নয়তো নতুন বিপদ দেখা দিতে পারে।
খোঁচাখুঁচির ফলে কানের পর্দা ছিদ্র হয়ে যেতে পারে। তাই একাজের জন্য চিকিৎসকের কাছে যাওয়াটাই সবচেয়ে নিরাপদ।