13 April, 2024
BY- Aajtak Bangla
সাপ দেখলে আমরা প্রত্যেকেই ভয় পায়। সেই মূহুর্তে কী করা ঠিক আমরা বুঝে উঠতে পারি না। তবে বিশেষজ্ঞদের মতে আপনি যদি কখনও সাপের মুখোমুখি হয়ে পড়েন তাহলে এই বিষয়গুলি সব সময় মাথায় রাখবেন।
প্রথমত, সাপ দেখে কখনই ভয় পেয়ে তাড়াহুড়ো করবেন না। তাড়াহুড়োতে ভুল সিদ্ধান্ত নিয়ে নিতে পারেন।
সাপকে কখনই মেরে বা ভয় দেখিয়ে তাড়ানোর চেষ্টা করবেন না। এতে সাপেরা আরও ভয় পেয়ে আক্রমণ করতে পারে।
যদি কখনও ঘরে সাপ ঢুকে পড়ে, তাহলে সাপটিকে বিরক্ত না করে ঘরের জানলা ও দরজা খুলে দিন।
এতে সাপ নিজেই ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে যাবে। সাপ কখনও ঘরের ঢুকে পড়লে ঘরের সমস্ত আলো নিভিয়ে দিন।
ঘরের কোনও খোলা জায়গায় সাপ ঢুকে পড়লে জোরে আওয়াজ করুন। এতে সাপ পালিয়ে যাবে।
সাপেদের কোনও কান নেই, কিন্তু কম্পণের বিষয়ে সাপেরা খুবই সংবেদনশীল।
সাপ ঘরের ভিতরে ঢুকে পড়লে একসঙ্গে অনেকগুলো লাঠি মাটিতে পেটাতে পারেন। এর ফলে সাপেরা এমনিই বেরিয়ে চলে যাবে।
কোনও কিছুই কাজ না হলে কোনও সাপ বিশেষজ্ঞ বা বন দফতরের সাহায্য নিতে হবে।