BY- Aajtak Bangla

একসঙ্গে দুই মহিলার প্রেমে হাবুডবু খাচ্ছেন? কী করা উচিত?

1 February 2024

প্রেম কী আর বলে কয়ে হয়। কে কখন কার প্রেমে মজবেন, তা বলা মুশকিল। 

প্রেমে পড়লে লোকে অন্ধ হয়ে যায়। আবার কেউ জাস্ট পাগল হয়ে যান।

অনেক সময়ই দেখা যায়, কোনও পুরুষ এক সঙ্গে দুই নারীর প্রেমে পড়েছেন। 

আর এসব ক্ষেত্রে প্রেমের সম্পর্কে নানা জটিলতা তৈরি হয়। 

এক সঙ্গে দুই মহিলার প্রেমে পড়েছেন, কিন্তু কাকে সঙ্গী হিসাবে বাছবেন?

এই নিয়ে অনেক পুরুষই ধন্দে পড়েন। যার ফলে জটিল হয় প্রেমের সম্পর্ক। 

এই পরিস্থিতিতে যখন পড়বেন, তখন নিজের মনের কথা ভাল করে শুনুন। 

ভাল করে যাচাই করে নিন, দুই নারীর মধ্যে জীবনসঙ্গী হিসাবে কে সবেচেয়ে আপনার জন্য ভাল। সেই মতো সেই নারীর হাতই ধরুন। 

তবে হ্যাঁ, ভুলেও দুই নৌকায় পা দিয়ে চলবেন না। তা হলে জটিলতা বাড়বে। আর হ্যাঁ, অবশ্যই কাউকে ঠকাবেন না।