BY- Aajtak Bangla

হঠাৎ চাকরি চলে গেলে কী করবেন, খেলা ঘোরানোর টিপস রইল

28 January 2025

অনেকেই আচমকা চাকরি হারান। বেসরকারি ক্ষেত্রে ছাঁটাইয়ের প্রবণতা দিন দিন বেড়েই চলেছে।

 হঠাৎ চাকরি চলে গেলে অনেকেই হতাশ হয়ে পড়েন। কী করবেন ভেবে পান না।

চাকরি চলে গেলেও কীভাবে ঘুরে দাঁড়াবেন, সেই টিপস রইল...

চাকরি হারানো যে কারও কাছেই মাথায় আকাশ ভেঙে পড়ার মতোই। তাই এই কঠিন পরিস্থিতিতে মাথা ঠান্ডা রাখুন। নিজেকে শান্ত রাখুন।

চাকরি হারানোর কথা পরিবারের সঙ্গে শেয়ার করুন। পরিবারকে বোঝান। . .

চেনাপরিচিত মানুষের সাহায্য নিন। তাঁরা যদি কোনও চাকরির খোঁজ দিতে পারেন কিনা, জিজ্ঞাসা করুন। . .

ব্যয় কমান। বুঝেশুনে খরচ করতে হবে। জমানো অর্থের হিসেব কষে রাখুন।

নতুন চাকরির খোঁজ শুরু করুন। সোশ্যাল মিডিয়ায় নিজের পোস্ট দিন।

কখনওই নিজের উপর আস্থা হারাবেন না।