27 Jan, 2025
BY- Aajtak Bangla
জীবন মানেই অনিশ্চয়তা। যে কোনো সময় ভালো-মন্দ কিছু ঘটে যায়। তেমনি নানা কারণে হুট করে চলে যেতে পারে চাকরিও।
যেকোনও পরিস্থিতি সুন্দরভাবে মোকাবিলা করার প্রথম শর্ত হলো শান্ত থাকা। তাই নিজের অনুভূতির ওপর নিয়ন্ত্রণ রাখুন।
যেকোনও পরিস্থিতিতে পরিবারই পাশে থাকে, মনোবল বাড়ায়। পরিবারের কাছে সব খুলে বলুন। তাতে আপনি হালকা বোধ করবেন।
মনে রাখবেন, মানুষ মানুষের জন্য। কঠিন সময়ে মানুষ পাশে থাকবে, সাহায্যের হাত বাড়িয়ে দেবে, এটিই মনুষ্যত্ব। তাই অন্যের কাছে সাহায্য চাইতে দ্বিধা করবেন না।
আয় না থাকলে ব্যয় যথাসম্ভব কমাতে হবে। কোনটি আবশ্যকীয় খাত, কোনটি ‘হলে ভালো, না হলেও চলে’ আর কোনগুলো বিলাসিতা, সেটি নির্ধারণ করুন। এরপর একে একে খরচের খাত ‘কাট’ করুন।
এ সময় নিজের সব ব্যাংক অ্যাকাউন্টের ব্যালান্স চেক করুন। আর এমন কী সম্পদ আছে, যেসব আপনি (বিক্রি করে) টাকায় রূপান্তরিত করতে পারেন?
সিভি আপডেট করুন। লিঙ্কডইনে সিভি আপলোড করে রাখুন। চাকরির বিজ্ঞপ্তিতে চোখ রাখুন। আপনি যে ধরনের কাজ করতে ইচ্ছুক, সে রকম প্রতিষ্ঠানে সিভি জমা দিয়ে রাখুন।
একটা স্থায়ী চাকরি হওয়ার আগপর্যন্ত অস্থায়ী যেকোনও কাজে যুক্ত হতে পারেন। অনেক সময় অস্থায়ীভাবে কাজ করতে গিয়েও স্থায়ী চাকরি হয়ে যেতে পারে।
চাকরিই যে করতে হবে, এমন কোনো কথা আছে? বসে না থেকে ব্যবসাও শুরু করতে পারেন।
আপনার চাকরি করার যোগ্যতা আছে বলেই চাকরিতে ঢুকেছিলেন। ইতিবাচক থাকুন। নিজের স্বাস্থ্যের দিকে নজর রাখুন।