BY- Aajtak Bangla
20 April, 2025
এমন সময় আবেগ নয়, প্রয়োজন হয় ধৈর্য ও সংযমের। দেখে নিন কী করবেন প্রাক্তনের সঙ্গে হঠাৎ দেখা হলে—
হঠাৎ দেখা হলেও আতঙ্কিত হবেন না। শান্ত ও স্বাভাবিক আচরণ করলে নিজেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারবেন।
অতীতকে পাশে সরিয়ে রেখে একটুখানি হাসি বা নম্র কুশল বিনিময় আপনাকে আরও পরিণত দেখাবে।
ব্রেকআপের কারণ যাই হোক, রাগ প্রকাশ করলে বোঝা যাবে আপনি এখনো ক্ষত কাটিয়ে উঠতে পারেননি।
প্রাক্তনের নতুন সঙ্গীকে দেখে হিংসা না করে নিজের বর্তমান জীবনে বিশ্বাস রাখুন।
প্রাক্তনের সামনে নিজেকে ছোট মনে করবেন না। আপনার নিজের জার্নি ও আত্মবিশ্বাসই আপনাকে শক্ত করে তুলবে।
হঠাৎ দেখায় পুরনো সম্পর্কের প্রসঙ্গ না তোলাই ভালো। এতে অপ্রয়োজনীয় জটিলতা এড়ানো যায়।