BY- Aajtak Bangla
12 April 2024
অফিস পলিটিক্স মারাত্মক জিনিস। এর জেরে অনেক ভাল কর্মীও কাজ ছাড়তে বাধ্য হন।
জীবনে সাফল্য-ব্যর্থতা থাকবেই। অফিসের ক্ষেত্রেও তাই ঘটে। কখনও ভাল কাজ করবেন। আবার কখনও তেমন ভাল করতে পারবেন না।
অফিসে অনেক সময়ই দেখা যায়, রাতারাতি কোনও কর্মী সাফল্য পেয়েছেন। আর তা দেখে হিংসায় জ্বলছেন সহকর্মীরা। ।
এমন পরিস্থিতিতে ওই সহকর্মীরা নানা ভাবে আপনার কাজের ক্ষতি করতে পারেন। তাই সতর্ক হন। ।
কীভাবে সামলাবেন ওই হিংসুটে সহকর্মীদের? উপায় রইল...
সহকর্মীরা যতই হিংসুটে হন কিংবা যতই খারাপ কথা আপনাকে বলুন, ভুলেও তাঁদের অসংসদীয় কোনও কথা বলবেন না।
যতটা সম্ভব ওই সহকর্মীদের এড়িয়ে চলুন। কোনও তর্ক-বিতর্ক করবেন না। চুপচাপ থাকুন।
প্রয়োজনে আপনার বসকে বিষয়টি জানান। তাঁর কাছে সমাধান চান।
আর হ্যাঁ, একেবারেই কাজের ফোকাস হারাবেন না। চুপচাপ নিজের সেরাটা দিন। তাতে ওই সহকর্মীদের গায়ে আরও জ্বালা ধরবে। তবে বেশিদূর এগোতে পারবেন না। নীরব যোদ্ধাদের জয় হবেই, এই মন্ত্রে বিশ্বাসী হন আর এগিয়ে চলুন।