12 April,, 2024

BY- Aajtak Bangla

WhatsApp-এ যা ইচ্ছে, তাই পাবেন! Meta AI আপডেট পেয়েছেন?

অঙ্ক অনেকের কাছেই বেশ কঠিন। অন্য বিষয়ে ভাল নম্বর পেলেও, অঙ্কে কম নম্বর পায় অনেকেই।

আর এর জেরেই শিশুদের শুনতে হয় নানা কথা, বকাঝকা।

তবে অঙ্কে কাঁচা হলেও বারবার তা শিশুকে মনে করাবেন না।

বাচ্চা যে অঙ্ক করতে ভয় পায়, সেটা তাঁকে বারবার মনে করাবেন না। অঙ্ক যে হাতিঘোড়া বিষয় নয়, সেটা তাঁকে বোঝাতে শুরু করে দিন এখন থেকেই।

অঙ্কে খারাপ মানে অন্যান্য বিষয়তেও সে খারাপ, এমনটা একেবারেই নয়।

কেউ অঙ্কে কাঁচা হতেই পারে। বাংলা-ইংরেজি-ইতিহাস ভালবাসতে পারে। সেটাই তার সহজাত গুণ। ভীতি ঢুকিয়ে শিশুর সহজাত ভালটাকে নষ্ট করবেন না।

খেলার ছলে অঙ্ক শেখাতে শুরু করে দিন। এক সমীক্ষায় জানা গিয়েছে–ব্লক গেম, ধাঁধা, সুদোকু, কার্ড গেমের মাধ্যমে অঙ্কের প্রতি আগ্রহ এবং ভালবাসা তৈরি হয় বাচ্চাদের। সেটা করাতে শুরু করুন।

বাড়ির বিভিন্ন কাজকর্মের মধ্যে অঙ্ক ঢোকাতে শুরু করে দিন। বাজার করার সময় বাচ্চাকে সঙ্গে নিয়ে যান। টাকাপয়সার হিসাব করতে দিন তাঁকে।