08 February, 2024

BY- Aajtak Bangla

সন্তান জন্মের পর স্ত্রী আর ভালবাসছেন না? এই কৌশলে বদল আনুন

সন্তান জন্মের পর প্রত্যেক মহিলার জীবনেই নানা পরিবর্তন আসে। 

স্বামী-স্ত্রীর মধ্যেও সম্পর্কে নানা বদল আসে। 

 সন্তানের প্রতি স্বাভাবিক ভাবেই পুরো সময়টা দেন মহিলারা। 

এই সময় অনেক মহিলাই স্বামীর প্রতি ততটা যত্নবান হন না। ফলে অবসাদ গ্রাস করতে পারে পুরুষদের। 

পুরুষরা ভাবতে পারেন যে, স্ত্রীরা মনে হয় তাঁদের আর ভালবাসছেন না। তবে এই কৌশল মানলেই স্ত্রীর মন বদল হতে পারে। 

স্ত্রীকে বুঝিয়ে বলুন যে, আপনার সঙ্গে রসায়ন কমায় সমস্যা হচ্ছে।  

স্ত্রীকে ভালবাসায় ভরিয়ে দিন। তা হলে দেখবেন সন্তানকে সামলে ঠিক স্ত্রী আপনাকে সময় দিচ্ছেন।  

প্রয়োজনে বিশেষজ্ঞের পরামর্শ নিন।